আগরতলা: ত্রিপুরার দক্ষিণ জেলার অন্তর্গত টাক্কাতুলসী গ্রামের ভারতীয় তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান নির্গমন (ও এন জি সি) মুখবন্ধ কূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ জুন) বিকেলে হঠাৎ এ বন্ধ কূপে আগুন জ্বলতে দেখা যায়, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সাব্রুমের ফায়ার সার্ভিস দফতরের অফিসে।
স্থানীয় সময় রাত সাড়ে দশটার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। জেলা প্রশাসন থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে অগ্নিকাণ্ডের দেড় কিলোমিটার এলাকা থেকে এলাকাবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে।
ওএনজিসি কর্তৃপক্ষ আগরতলা থেকে এক বিশেষজ্ঞ দল ও বিশেষ ফায়ার ফাইটার ইঞ্জিন ঘটনাস্থলে পাঠিয়েছে।
শনিবার (২৫ জুন) বহিরাজ্য থেকে বিশেষ বিশেষজ্ঞ দল ত্রিপুরায় আসবেন ও ঘটনাস্থলে যাবেন বলে ওএনজিসি সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
আরএ