কলকাতা: কলকাতা থেকে ধৃত এক ব্যক্তির সঙ্গে আইএস যোগের সন্দেহ করছে পশ্চিমবঙ্গ সরকারের গোয়েন্দা বিভাগ সিআইডি এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।
জানা গেছে ধৃত ব্যক্তির নাম মুসা।
সূত্রের খবর এই ব্যক্তির কাছ থেকে একটি ধারালো অস্ত্র পাওয়া গেছে। এই ব্যক্তির মোবাইল ঘেটে গোয়েন্দারা সিরিয়ায় আইএস জঙ্গিদের সঙ্গে ফেসবুকের মাধ্যমে যোগাযোগের প্রমাণ পেয়েছেন। সূত্রের খবর বাংলাদেশের কয়েক জনের সঙ্গে এই ধৃত ব্যক্তির যোগাযোগ ছিল।
সরকারিভাবে গ্রেপ্তারের কথা ঘোষণা করা না হলেও মনে করা হচ্ছে বুধবার (৫ জুলাই) বিকেলে এই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা ঘোষণা করবে সরকার।
আপাতত কলকাতায় ধৃতকে জেরা করছে রাজ্য এবং কেন্দ্রের গোয়েন্দারা।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
ভি.এস/আরআই