যদিও মনমোহন সিংয়ের এ মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ বিজেপির শীর্ষ নেতারা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাবাড়েকরের দাবি, দেশের অর্থনীতি ঠিক পথেই এগোচ্ছে।
তবে, এ ইস্যুতে সাবেক প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে বিজেপি জোটের শরিক মহারাষ্ট্রের শিবসেনা। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক বছরে মোদী সরকারের ভুল সিদ্ধান্তের মূল্য চোকাতে হচ্ছে ভারতকে। বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের অর্থনীতি। এ অবস্থায় তাদের দাবি, অভিজ্ঞ অর্থনীতিবিদ ড. মনমোহন সিংয়ের মতামতকে গুরুত্ব দিক কেন্দ্রীয় সরকার।
বুধবার (৪ সেপ্টেম্বর) শিবসেনার মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয় বিভাগে প্রকাশিত এক লেখায় বলা হয়েছে, ভারতের অর্থনৈতিক অবস্থা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যথেষ্ট উদ্বেগজনক। দেশের আর্থিক মন্দা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ ড. মনমোহন সিংও বলছেন, ভবিষ্যতে আরও অসুবিধায় পড়তে চলেছে দেশ। তাই, তার মতামত গুরুত্ব দিয়ে শোনা উচিত কেন্দ্রীয় সরকারের।
এতে আরও লেখা হয়েছে, পাকিস্তানকে সঠিক ছবক শেখানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অধিকৃত কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকা যথেষ্ট প্রশংসনীয়। কিন্তু, পাকিস্তানের মতোই ভারতের বড় সমস্যা এখন অর্থনীতি। এর প্রেক্ষিতে দক্ষ অর্থনীতিবিদদের মতামতে কেন্দ্রের গুরুত্ব দেওয়া উচিত।
এছাড়া, মোদী সরকারের আমলে নোট বাতিল, জিএসটি নীতিরও সমালোচনা করেছে ক্ষমতাসীন জোটের শরিক দলটি। সামনায় লেখা হয়েছে, মোদী সরকারের বেশ কিছু ভুল সিদ্ধান্তের ফল ভোগ করতে হয়েছে দেশকে। শুধু তাই নয়, দেশের অর্থনীতি ঠিক আছে বলে প্রতিনিয়ত যে দাবি করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, তার প্রবল সমালোচনা করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।
বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ জোট শরিক শিবসেনা বিরোধী দলের নেতা মনমোহন সিংয়ের কথায় গুরুত্ব দেওয়া ও কেন্দ্রীয় সরকারের প্রকাশ্যে সমালোচনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভারতের রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে, ১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রীর কথা যথেষ্ট গুরুত্ব দিয়েছে শিবসেনা। এমনটি চলতে থাকলে বিজেপি জোট ছাড়তে পারে শিবসেনা। যদিও, এ বিষয়ে এখনো গুরুত্ব দিতে নারাজ বিজেপির শীর্ষ নেতারা।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
ভিএস/একে