ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ভারত

বাজেট পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
বাজেট পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভোট অন অ্যাকাউন্ট পেশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘পর্যটন শিল্পকে উৎসাহ দিতে ইনসেন্টিভ স্কিম দেবে পশ্চিমবঙ্গ সরকার।

দ্রুত শিল্পায়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গের তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরি করা হবে।

শিল্প বিকাশের দিকে নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার রঘুনাথপুরে তৈরি হবে শিল্প-নগরী। নতুন শিল্প করিডরের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি। ২ বছরের মধ্যে অন্ডালে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হবে বলে ঘোষণা করা হয়েছে। ভোট অন অ্যাকাউন্ট শিক্ষকদের বেতন থেকে শুরু করে গরিবদের ঘর ,বয়স্কদের পেনশনের কথা ঘোষণা করা হয়েছে।

রাজ্য বাজেটকে সমালোচনা করেছে বিরোধীরা। তাদের মতে এ বাজেট ভোটকে সামনে রেখে করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, সরকার পরিকল্পনা রূপায়নে সদা সতর্ক। সামনেই পশ্চিমবঙ্গে নির্বাচন। নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে পুর্নাঙ্গ বাজেট পেশ করা হবে।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
ভিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।