কলকাতা: পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তার অক্সিজেন স্যাচুরেশন ৯০-এর নিচে নেমেছে গেছে, শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা হচ্ছে।
কয়েকদিন ধরেই করোনায় আক্রান্ত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বালিগঞ্জের বাড়িতেই তার চিকিৎসা চলছিল। তবে তিনি করোনা থেকে সুস্থও হয়ে উঠেছিলেন।
মঙ্গলবার (২৫ মে) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা।
সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। তিনিও করোনায় আক্রান্ত ছিলেন। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেন চিকিৎসকরা। তবে সাত দিনের জন্য বাড়িতে সম্পূর্ণ আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মে ২৫, ২০২১
ভিএস/এমজেএফ