ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ভারত

করোনা গ্রাফনিম্নমুখী কিছুটা স্বস্তিতে ভারত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
করোনা গ্রাফনিম্নমুখী কিছুটা স্বস্তিতে ভারত

কলকাতা: সপ্তাহের প্রথম দিনে করোনা স্বস্তিতে আছে ভারতে। গত ২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ, কমেছে মৃত্যুও।

ফলে রোববারের পর সোমবারও (১৩ সেপ্টেম্বর) ভারতের করোনা গ্রাফনিম্নমুখী।  

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, একদিনে ফের নতুন করে করোনায় কাবু হয়েছে ২৭ হাজার ২৫৪ জন। সব মিলিয়ে দেশটির করোনা শনাক্তর সংখ্যা বেড়ে ৩ কোটি ২৩ লাখ ৬৪ হাজার ১৭৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২১৯ জনের। সব মিলিয়ে করোনায় মৃত্যু বেড়ে ৪ লাখ ৪২ হাজার ৮৭৪ জন।

তবে গত ২৪ ঘণ্টায় গোটা ভারতে যেখানে সংক্রমিত ২৭ হাজার সেখানে শুধুমাত্র ২০ হাজার ২৪০ জন শনাক্ত হয়েছেন কেরালায়। কেরালার পাশাপাশি মহারাষ্ট্রে সংক্রমণ বেড়েই চলেছে। মহারাষ্ট্রে একদিনে করোনায় কাবু সাড়ে ৩ হাজারের বেশি মানুষ। অপরদিকে পশ্চিমবঙ্গের একদিনে করোনা শনাক্ত হয়েছেন ৭৫১ জন মৃত ১০ জন।

সংক্রমণে লাগাম পরাতে ভারতজুড়ে চলছে করোনার টিকাকরণ অভিযান। তবে রোববার ছুটির দিন থাকায় টিকাকরণ বেশ কিছুটা কমে গিয়েছিল। গত ২৪ ঘণ্টায় দেশের ৫৩ লাখ ৩৮ হাজার ৯৪৫ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী এখনও পর্যন্ত ভারতে ৭৪ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৬৪৩ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।