ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ভারত

কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে ৯ বিজেপি বিধায়ক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে ৯ বিজেপি বিধায়ক পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী

কলকাতা (ভারত): বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী।

স্থানীয় সময় রোবাবর (১৮ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে নয়জন বিজিপি বিধায়কসহ ডেপুটি হাইকমিশনে কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন তিনি।

এ সময় গোটা উপ-দূতাবাস ঘিরে রেখেছিল কলকাতা পুলিশ। ১৫ মিনিট সেখানে অবস্থানের পর বের হয়ে আসেন বিজেপি বিধায়করা।

পরে শুভেন্দু বলেন, বাংলাদেশে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের প্রতি অন্যায় আমরা মেনে নিতে পারছি না। আমরা চাই বাংলাদেশ সরকার দ্রুত এ ঘটনার নিষ্পত্তি করুক। সেই কথাই কলকাতার বাংলাদেশ মিশনকে জানাতে এসেছি। যাতে আমাদের কথা বাংলাদেশ সরকারকে তারা পৌঁছে দেন।

মূলত, বাংলাদেশের ঘটনা নিয়ে গোটা পশ্চিমবঙ্গে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধী দল বিজেপি। পাশাপাশি স্থানীয় শিল্পী-বুদ্ধিজীবীদের একাংশ পথে নেমে নিন্দা জানাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০২১
ভিএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।