ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ভারত

কলকাতায় শীতের আমেজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
কলকাতায় শীতের আমেজ কলকাতায় গঙ্গার ঘাট

কলকাতা: কলকাতায় শীতের আমেজ বইতে শুরু করেছে। রোববার (২৮ নভেম্বর) সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, শহরে দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে।

তবে সূর্য ডুবলেই বাড়তে থাকবে শীতের আমেজ। আগামী ৩ দিন রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কমতে পারে।

এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ প্রায় ৯৩ শতাংশের কাছাকাছি।

আপাতত কয়েকদিন এরকমই আবহাওয়া থাকবে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলোয়।

সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার (২৯ নভেম্বর) বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জারি করেছিল হাওয়া অফিস। কিন্তু সেই আশঙ্কা এখন আর নেই। আগামী বুধবার (১ ডিসেম্বর) পর্যন্ত কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ধীরে ধীরে নামবে শীতের পারদ। আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীত বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন কলকাতার আবহাওয়াবিদরা।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০২১
ভিএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।