ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ওয়ানপ্লাসের ‘অক্সিজেনওএস’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
ওয়ানপ্লাসের ‘অক্সিজেনওএস’

চীনের মোবাইল ফোন নির্মাতা ওয়ানপ্লাসের আসন্ন ওএস এর নাম দেয়া হয়েছে ‘অক্সিজেনওএস’। প্রতিষ্ঠানের অফিসিয়াল ব্লগে তথ্যটি প্রকাশ করা হয়।


জানানো হয়, খুব শীঘ্রই নতুন এই ওএস’টি উন্মুক্ত করা হবে।

এ বিষয়ে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, থার্ড পার্টি সুবিধার অ্যান্ড্রয়েড-ভিত্তিক এই সফটওয়্যারে ব্যবহারকারীদের নিজেদের পছন্দের বিষয়টি গুরুত্ব পাবে। কারণ এতে স্বনির্ধারণের সুযোগ রয়েছে।

আসছে ১২ ফেব্রয়ারি এর আনুষ্ঠানিক প্রকাশের কথা রয়েছে।

ব্লগে ভক্তদের জানার সুবিধার্তে এ্রর ইউএক্স সম্পর্কে বেশ কিছু তথ্য দেয়া হয়।

যেখানে স্পষ্টভাবে বলা হয় ওএসটি হবে “ উন্মুক্ত, ব্যবহারকারীদের পছন্দের ও সম্প্রসারণের সুবিধা এছাড়া বাড়তি অনেক ফিচার”।

নাম প্রসঙ্গে জানানো হয়, এ ধরনের নাম ফোরামের পরামর্শেই হয়েছে। সাধারণত ওয়ানপ্লাসের হার্ডওয়ার এবং সফটওয়্যার সম্পর্কে সবচেয়ে বেশি পরামর্শ আসে কমিউনিটি থেকে।

এদিকে চীনের ওয়েবো ব্লগ নিশ্চিত করে বলছে, নামটি শুনে কারও অদ্ভুত মনে হলে চাইনিস ভার্সনটিকে হাইড্রোজেনওএস বলা যেতে পারে।

ওয়ানপ্লাস এর আগে  স্মার্টফোন ও ট্যাবের জন্য অপারেটিং সিস্টেমের উন্মুক্ত মাধ্যম সিয়ানোজেন’র সাথে যুক্ত হয়। সম্প্রতি সিয়ানোজেন ছেড়ে তারা নতুন এই পরিকল্পনায় অগ্রসর হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।