ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৫ বিশ্ববিদ্যালয়ে ‘জিডিজি বাংলার’ কার্যক্রম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
১৫ বিশ্ববিদ্যালয়ে ‘জিডিজি বাংলার’ কার্যক্রম

গুগল ডেভলপার গ্রুপ বাংলার (জিডিজি বাংলা) উদ্যোগে দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ‘গুগল ট্রান্সলেশন এ-থন’। এ আয়োজনে সহযোগিতা করবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), এসো ডট কম এবং হাই-ফাই পাবলিক ডট কম।



কার্যক্রমটি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার জিডিজি বাংলার সঙ্গে বিডিওএসএন, এসো ডট কম এবং হাই-ফাই পাবলিক ডট কমের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

এসো ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, জিডিজি বাংলার কমিউনিকেশন অ্যাসোসিয়েট রাহিতুল ইসলাম রুয়েল, বিডিওএসএনের অনুষ্ঠান সমন্বয়ক প্রমি নাহিদ এবং হাই-ফাই পাবলিকের প্রধান কারিগরি কর্মকর্তা শাফকাত আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন গুগলের ইঞ্জিনিয়ারিং কান্ট্রি কনসালটেন্ট খান মো. আনোয়ারুস সালাম, জিডিজি বাংলার ব্যবস্থাপক জাবেদ মোর্শেদ চৌধুরী, হাই ফাই পাবলিকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কুতুব উদ্দিন কামাল, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়ক বায়েজিদ ভুঁইয়া জুয়েলসহ অনেকে।
 
গত ডিসেম্বরে ‘সীমানা ছাড়িয়ে বাংলা’ শ্লোগানে ইন্টারনেটে বাংলা ভাষা ছাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে শুরু হয় বাংলার জন্য বিশেষ গুগল ডেভেলপারস্ গ্রুপ জিডিজি বাংলার কার্যক্রম।

উল্লেখ্য, পৃথিবীর ১০৬টি দেশে ৫৯৬টি জিডিজি কাজ করছে। এর সবগুলোই এলাকা ভিত্তিক। ডিজিডি বাংলা হলো ভাষা ভিত্তিক প্রথম জিডিডি।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।