ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রবির রোমিংয়ে ৮০০ টাকায় ৫০ এমবি ডাটা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
রবির রোমিংয়ে ৮০০ টাকায় ৫০ এমবি ডাটা ছবি : নাজমুল হাসান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রাহকদের জন্য মোবাইল ফোনে ভয়েস ও ডাটা রোমিং সেবা প্রক্রিয়া আরো সহজ, সুবিধাজনক করেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

এরই অংশ হিসেবে রবি প্রায় ১শ’টি দেশে মাত্র ৮শ’ টাকায় দিচ্ছে ৫০ মেগাবাইট ডাটা।



এ প্রসঙ্গে রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন নোবেল বলেন, যেখানে অন্য একটি অপারেটর মিনিট নিচ্ছে ৪০ টাকা, সেখানে রবি নিচ্ছে ১৫ টাকা, ২০০ টাকা মিনিটের জায়গায় আমরা নিচ্ছি ৪০ টাকা।    
 
তিনি বলেন, রবিই দেশের একমাত্র অপারেটর যারা ১শ’টি দেশে এমন সহজ ও সুবিধাজনক রোমিং সেবা দিচ্ছে। আগামীতে আরো দেশকে এই সুবিধার আওতায় নিয়ে আসার জন্য কাজ করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অপারেটরটি জানায়, আন্তর্জাতিক রোমিং সেবার মাধ্যমে গ্রাহক একই নম্বরে দেশ ও দেশের বাইরে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান। দেশের বাইরে অবস্থান করলেও মোবাইলফোন গ্রাহক যেন তার নিকটজনদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে পারেন সেজন্যই রবির এ আন্তর্জাতিক রোমিং সেবা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভয়েস রোমিংয়ের পাশাপাশি ৭২টি দেশে ডেইলি ডাটা রোমিং প্যাক দিচ্ছে রবি। সুবিধাটি উপভোগ করতে গ্রাহককে রবি রোমিং সার্ভিসের গ্রাহক হয়ে বিনামূল্যে *১৪০*১০*৩# নম্বরে ডায়াল করতে হবে।

এখন থেকে ১শ’টি দেশে সহজ প্রক্রিয়া ও সাশ্রয়ী মূল্যে রোমিংসেবা দেবে রবি। নির্ধারিত দেশগুলোতে রোমিং সেবা পেতে নির্দিষ্ট অপারেটর বাছাই করার ঝামেলাও পোহাতে হবে না গ্রাহককে। বরং একটি নির্দিষ্ট দেশের সব অপারেটররে একই রেটে রোমিং সুবিধা নিতে পারবেন রবি গ্রাহকরা।   
 
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, চিলি, মেক্সিকো, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, চীন, থাইল্যান্ড, হংকং, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ভিয়েতনাম, ফিলিপাইন, মালদ্বীপ, জাপান, পাকিস্তান, তাইওয়ান, আফগানিস্তান, উজবেকিস্তান, রাশিয়া, ম্যাকাও, ব্রুনাই, সিয়েরালিওন, আলজেয়িরা, তানজানিয়া, কেনিয়া, জিম্বাবুয়ে, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, স্পেন, বেলজিয়াম, রোমানিয়া, নেদারল্যান্ড, পর্তুগাল, চেক রিপাবলিক, মাল্টা, আলবেনিয়া, পোল্যান্ড, নরওয়ে, লাটভিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, সুইডেন, সার্বিয়া, ডেনমার্ক, লুক্সেমবার্গ, ম্যাসিডোনিয়া, সুইজারল্যান্ড, ফ্র্যান্স, সৌদি আরব, কাতার, তুরস্ক, আরব আমিরাত, মিশর, ইরাক, ইয়েমেন, বাহরাইন, ইরান, সাইপ্রাস, কুয়েত, জর্ডান, ওমানে প্রতিদিন ৮০০ টাকায় একজন গ্রাহক পাচ্ছেন ৫০ এমবি ডাটা।  

এ ব্যাপারে বিস্তারিত জানতে ০১৮১৯-২৩২৪৭৭ নম্বরে যোগাযোগ করতে পারেন।

বাংলাদেশ সময়: ২০৪৯ঘণ্টা, ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।