ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শুক্রবার থেকে ‘‘ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
শুক্রবার থেকে ‘‘ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’

সমগ্র বিশ্বের শতাধিক নগরীর মতো বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামে শুক্রবার ও শনিবার (১০ ও ১১ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৫’।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত এ প্রতিযোগিতাটি ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (আইইউবি) শুক্রবার সকাল ১০টা থেকে টানা শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং চট্টগ্রামে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে (আইআইইউসি) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।



আয়োজনটি প্রত্যক্ষভাবে দেখতে বাংলাদেশে আসবেন নাসা থেকে ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস প্রতিযোগিতার অন্যতম প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য বক্তা ও সংগঠক আলী লিওয়েলিন।

এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)এবং সহযোগি হিসেবে রয়েছে আইবিপিসি, ক্লাউডক্যাম্প, বেসিস স্টুডেন্টস ফোরাম, আইইউবি ও আইআইইউসি।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।