ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কম্পিউটার সোর্সে বর্ষবরণ উৎসবে ৩৮% পর্যন্ত ছাড়

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
কম্পিউটার সোর্সে বর্ষবরণ উৎসবে ৩৮% পর্যন্ত ছাড়

বাংলা নববর্ষ ১৪২২ বঙ্গাব্দকে স্বাগত জানাতে অনলাইনে বৈশাখী মেলার আমেজে সেজেছে প্রযুক্তিপণ্যের পরিবেশক ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।

ই-কমার্স প্রতিষ্ঠান এখনি ডট কমে কম্পিউটার সোর্সের ভার্চুয়াল শপে চলছে বিরতিহীন এই উৎসব।

এখানে কম্পিউটার সোর্স পরিবেশিত প্রতিটি আইটি পণ্যের সঙ্গে দেয়া হচ্ছে শুভেচ্ছা উপহার। এছাড়াও ব্র্যান্ড ল্যাপটপ, সিএসএম ডেস্কটপ, হোম থিয়েটার, পেনড্রাইভ, কি-বোর্ড, মাউস, পেন ড্রাইভ, পোর্টেবল হার্ডিস্ক সহ নানা পণ্যে রয়েছে ৩৮% পর্যন্ত নগদ মূল্য ছাড়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শেষ হবে ব্যতিক্রমী এই অনলাইন বৈশাখী উৎসব।

কাম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ উৎসব প্রসঙ্গে বলেন, আবহমান কাল থেকেই পয়লা বৈশাখ আমাদের কাছে বিশেষ একটি উৎসবের দিন।

প্রযুক্তিপ্রেমীদের কাছে দিনটিকে আরও বর্ণিল করতে প্রথম বারের মতো আমরা ব্যতিক্রমী এই আয়োজন করেছি। এর মাধ্যমে ক্রেতাদের নিশ্চিত উপহার দেয়ার পাশাপাশি তিনি যেন ঘরে বসেই তা সংগ্রহ করতে পারেন সে জন্য দেশের অন্যতম অনলাইন বাজার এখনই ডট কম-এ আমাদের ভার্চুয়াল শপটিকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।