ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নেপালে সঙ্কটের সময় বিনামূল্যে কল এয়ারটেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
নেপালে সঙ্কটের সময় বিনামূল্যে কল এয়ারটেলে

ঢাকা: ‘দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল মোবাইল অপারেটর’ এয়ারটেল বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের সাহায্যার্থে ভূমিকম্প আক্রান্ত নেপালে বিনামুল্যে কল করার সুযোগ দিচ্ছে।

এই সুযোগ ৪৮ ঘন্টার জন্য যা রোববার দিবাগত মধ্যরাত ১২টা থেকে কার্যকর হয়েছে।



গত শনিবার (২৫ এপ্রিল) রিখটার স্কেলে ৭.৯ মাত্রার ভূমিকম্প নেপালের রাজধানী কাঠমান্ডু ও পোখারা শহরে আঘাত হানে। রোববার (২৬ এপ্রিল) রিখটার স্কেলে ৬.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প কাঠমান্ডুর ৬০ কিলোমিটার(৪০ মাইল) দূরে আঘাত হানে। এতে এরই মধ্যে নেপালে প্রাণহানির সংখ্যা ৩২০০ ছাড়িয়ে গেছে।

এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের এমডি এবং সিইও পিডি শর্মা বলেন, “নেপালে জনগণের উপর স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্প আঘাত হানায় আমার গভীরভাবে শোকাহত। এই সঙ্কটের সময় সাহায্যের একটি ছোট্ট পদক্ষেপ হিসেবে আমরা সকল এয়ারটেল গ্রাহকদের জন্য বাংলাদেশ থেকে নেপালে বিনামূল্যে কল করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

টানা ৪৮ ঘন্টা কার্যকর থাকবে এই সুযোগ। যেন দেশের গ্রাহকরা নেপালে তাদের আত্মীয় এবং নিকটজনদের সাথে যোগাযোগ করতে পারেন।

বাংলাদেশ সময় ০৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।