ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আকর্ষনীয় রঙে এইচপি মাউস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মে ৬, ২০১৫
আকর্ষনীয় রঙে এইচপি মাউস

দেশের বাজারে এসেছে এইচপি’র বাহারি কয়েকটি মাউস।

প্রযুক্তিপণ্যের পরিবশেক স্মার্ট টেকনোলজিসের আনা মাউসগুলোর মধ্যে রয়েছে তারহীন ও তারযুক্ত মডেল।



তারহীন মাউস ব্যবহারে যারা অভ্যস্ত তাদের জন্য রয়েছে এক্স৩০০০ রেড, এক্স৩০০০ ব্লু, এক্স৩০০০ পার্পল এবং এক্স৩০০০ সিলভার। আর তারসহ মডেলগুলো হলো এক্স১০০০ ও এক্স৫০০।

তারযুক্ত মাউসগুলোর দাম  ৫০০ টাকা আর তারহীন মাউসগুলোর দাম পেড়বে সাড়ে ৯’শ টাকা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।