ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারে আশাবাদী জুকারবার্গ

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মে ১২, ২০১৫
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারে আশাবাদী জুকারবার্গ

বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার নিয়ে আশাবাদীতার কথা জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তিনি মনে করেন ইন্টারনেট অ্যাকসেস বাড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশের দারিদ্র দূর করা সম্ভব।



বাংলাদেশে ফেসবুকের ইন্টারনেট ডট ওআরগি চালু করার পর নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে জুকারবার্গ বলেন, তিনি মনে করেন ফেসবুকের এই সেবা বাংলাদেশে ইন্টারনেট প্রসারে ভূমিকা রাখবে।

রবি নেটওয়ার্কে ইন্টারনেট ডট ওআরজি চালু করেছে ফেসবুক।

তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করার একটি পদক্ষেপ এই ইন্টারনেট ডট ওআরজি।

জুকারবার্গ বলেন, বাংলাদেশের ১৭ কোটিরও বেশি জনসংখ্যা, যার ১০ শতাংশেরও কম ইন্টারনেট ব্যবহার করছে।  

তিনি বলেন, গবেষণা মতে ইন্টারনেটে সংযুক্ত প্রতি ১০ জনের মধ্যে একজন নিজেকে দারিদ্রদশা থেকে মুক্ত করতে পারেন। কারণ ইন্টারনেটই তাকে কাজের সুযোগ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক তথ্যের কাছে নিয়ে যায়।

এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে এক কোটি মানুষকে ইন্টারনেট সুবিধার আওতাভূক্ত করা সম্ভব হবে বলেও মনে করেন জুকারবার্গ।

ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশের এক ফটো সাংবাদিকের ছবিও পোস্ট করেন মার্ক জুকারবার্গ। জয়িতা নামে এই ফটো সাংবাদিকের ছবিটিতে উদাহরণ হিসোবে তুলে ধরে বলেন, মোবাইল ফোনেই তিনি চাকরি ও খবরের আপডেট নেন।

বাংলাদেশ সময় ১২০২ ঘণ্টা, মে ১২, ২০১৫
এমএমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।