ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অপরাধীর তালিকায় মোদির ছবি, গুগলের দুঃখ প্রকাশ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জুন ৪, ২০১৫
অপরাধীর তালিকায় মোদির ছবি, গুগলের দুঃখ প্রকাশ ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্টারনেট জায়ান্ট গুগলে ‘টপ টেন ক্রিমিনালস’ লিখে সার্চ দিলে দাউদ ইব্রাহিম, ওসামা বিন লাদেনের মতো শীর্ষ সন্ত্রাসীদের ছবির সঙ্গে চলে আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি।

তবে বিষয়টি ‘ভুল বোঝাবুঝি’ বলে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে গুগল।



বিবৃতিতে গুগল বলছে, বিষয়টি আমাদের জটিলতায় ফেলেছে। এটি গুগলের নিজস্ব মতামতকে বোঝায় না। অনেক সময় নির্দিষ্ট কিছু অনুসন্ধানে সমস্যা তৈরি হয়। এ সমস্যার বা ভুল বোঝাবুঝির জন্য আমরা দুঃখিত।

ভবিষ্যতে যেন এ ধরনের সমস্যা না হয় সেজন্য আমরা কাজ করছি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গুগলে ‘টপ টেন ক্রিমিনাল’ লিখে সার্চ দিলে প্রথমেই মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যাংস্টার আল কাপোনেকে দেখা যায়। আর দ্বিতীয় ছবিতেই দেখা যাচ্ছে মোদিকে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।