ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১০ শতাংশ ছাড়ে ‘সনি অ্যাকশন ক্যাম’

জনি সাহা, সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
১০ শতাংশ ছাড়ে ‘সনি অ্যাকশন ক্যাম’ ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে: হ্যান্ডি ক্যামেরার মাধ্যমে শুধুমাত্র সামনে থাকা ব্যক্তির ছবি ধারণ করা সম্ভব। কিন্তু ১৭০ ডিগ্রি ওয়াইড লেন্সের কারণে ‘সনি অ্যাকশন ক্যাম’ চারপাশের চিত্র ধারণ করতে পারে।


 
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার (১৫ জুন) শুরু হওয়া তিন দিনব্যাপী ‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৫’ এ ‘হারমোনি’তে ক্যামেরাটি প্রদর্শন করছে জাপান ভিত্তিক বহুজাতিক ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সনি।
 
এইচডি ভিডিও সুবিধা সম্বলিত ‘সনি অ্যাকশন ক্যাম’ 'বিশ্বের সবচেয়ে ছোট' হ্যান্ডিক্যাম বলে দাবি প্রতিষ্ঠানটির বিপণন কর্মকর্তা তানজীন তামান্নার।
 
ক্যামেরাটির বিশেষত্ব জানতে চাইলে বাংলানিউজকে তিনি বলেন, এর মাধ্যমে আশপাশের সবার ছবি একসঙ্গে ধারণ করা যাবে। ক্যামেরাটি ওয়াটার প্রুফ, শক প্রুফ, ডাস্ট প্রুফ।
 
‘এছাড়া ঝড়ের সময় ভিডিও করতে চাইলে আশপাশের আওয়াজ এরসঙ্গে যুক্ত হবে না, অর্থাৎ এটি নয়েস প্রুফ’ উল্লেখ করেন তিনি। জানালেন, ক্যামেরাটির অভ্যন্তরীণ ধারণ ক্ষমতা ৬৪ গিগাবাইট পর‌্যন্ত বাড়ানো সম্ভব।
 
ক্যামেরাটির মূল্য ৩৮ হাজার টাকা হলেও মেলা উপলক্ষে রয়েছে বিশেষ ছাড়। ক্রেতারা ১০ শতাংশ ছাড়ে ২৯ হাজার ৯শ’ টাকায় ক্যামেরাটি পাচ্ছেন।
 
তবে কেউ চাইলে আলাদাভাবে শুধু ক্যামেরা বা মনিটর কিনতে পারবেন। সেক্ষেত্রে ক্যামেরার মূল্য পড়বে ২৩ হাজারের কিছু বেশি।

আগ্রহীরা সর্বনিম্ন পাঁচশ’ টাকা বুকিংমানি দিয়ে পরবর্তী পনের দিনের মধ্যে ক্যামেরাটি নেওয়ার সুযোগ পাবেন।
 
ক্যামেরার পাশাপাশি নতুন নতুন স্মার্টফোন, হেডফোনসহ বিভিন্ন প্রযুক্তি পণ্য নিয়ে নিজেদের স্টলটি সাজিয়েছে সনি। সব ধরনের পণ্যে কমবেশি ছাড়া দেওয়া হচ্ছে বলে জানান তানজীনা তামান্না। তবে সবচেয়ে বেশি ছাড় মিলছে হেডফোনে, ৩০ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
জেডএস/এমএ

** প্রযুক্তি মেলায় প্রত্যাশিত পণ্যে ছাড়
** ৫ হাজার টাকায় আইফোন ৬!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।