ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি-এক্সপো’১৫

লেনোভো ল্যাপটপ কিনে স্মার্টফোন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
লেনোভো ল্যাপটপ কিনে স্মার্টফোন ছবি: সংগৃহীত

ঢাকা: আইসিটি-এক্সপো মেলার শেষদিন বুধবার (১৭ জুন) লেনোভো ল্যাপটপ কিনে স্ক্যাচকার্ড ঘষে স্মার্টফোন জিতেছেন এক সৌভাগ্যবান।

গ্লোবাল ব্র্যান্ড’র হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন সেলিম আহম্মেদ বাদল ও লেনোভোর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হাসান রিয়াজ বিজয়ীর হাতে স্মার্টফোন তুলে দেন।



আইসিটি এক্সপো মেলায় লেনোভো ল্যাপটপে অফারের ছড়াছড়ি ছিল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় বিশ্বখ্যাত আসুস, লেনোভো, ব্রাদার, রাপু, টোটোলিংক, অ্যাডাটা এবং হান্টকি  ব্র্যান্ড’র পরিবেশক হিসেবে অংশগ্রহণ করে গ্লোবাল ব্র্যান্ড।

গ্লোবাল ব্র্যান্ড’র এক্সিকিউটিভ (মিডিয়া অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট) নির্ঝর কুমার কুন্ডু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
আরইউ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।