ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুক, টুইটারে উত্ত্যক্ত করলেই শাস্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
ফেসবুক, টুইটারে উত্ত্যক্ত করলেই শাস্তি

ঢাকা: ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো নাম ও ছবি ব্যবহার করে অশ্লীল পেজ চালালে বা আপত্তিকর কিছু পাঠিয়ে উত্ত্যক্ত করলে অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
 
বিটিআরসি ঘোষণা দিয়েছে, অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আইনের আওতায় আনা হবে তিনদিনের মধ্যে।
 
ফোন করে অভিযোগ জানানো যাবে +৮৮০২৯৬১১১১১ নম্বরে। এছাড়া [email protected] এই ঠিকানায় ইমেইলের মাধ্যমেও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।
 
এ প্রসঙ্গে বিটিআরসি’র মুখপাত্র মো. সরওয়ার আলম বাংলানিউজকে বলেন, এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। ভুক্তভোগীরা সরাসরি টেলিফোনে অথবা ইমেইলে অভিযোগ জানাতে পারেন।
 
তিনি জানান, ফেসবুক, টুইটারের হয়রানির শিকার হয়ে অনেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে অভিযোগ করেন। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হবে।  
 
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
একে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।