ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লাইক’, ‘মার্ক অ্যাজ আনরিড’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লাইক’, ‘মার্ক অ্যাজ আনরিড’

ঢাকা: আরো আধুনিকায়ন হচ্ছে বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্সস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটঅ্যাপ। শিগগিরই অ্যাপটিতে ‘লাইক’, ‘মার্ক অ্যাজ আনরিড’ ফিচার যোগ হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক রিপোর্টে বলা হয়েছে।



হোয়াটসঅ্যাপের সঙ্গে সম্পৃক্ত ইলহান পেকটাস নামে এক ব্যক্তি টুইটে বলেন, আশা করছি দ্রুতই ফিচার দু’টি যোগ করা হবে। এক্ষেত্রে ছবির বিষয়ে ‘লাইক’ অপশনটি ব্যবহার করা হবে।

আর মেসেজের ক্ষেত্রে ‘মার্ক অ্যাজ আনরিড’ ফিচারটি আরো একটি ফর্ম ‘মার্ক অ্যাজ রিড’ হিসেবেও থাকবে। তবে কথোপকথনের মাঝখানে ‘মার্ক অ্যাজ আনরিড’ কীভাবে কাজ করেবে বিষয়ে কিছু জটিলতা রয়েছে।

আর ‘লাইক’ অপশনটি যেহেতু ছবির ক্ষেত্রে প্রযোজ্য, সেক্ষেত্রে সাধারণ কথোপকথনে কীভাবে এ অপশনটি সংযুক্ত করা হবে সে বিষয়েও কিছু জানা যায়নি।

সম্প্রতি ভয়েস কল ফিচারও সংযুক্ত করে হোয়াটসঅ্যাপ।

গত এপ্রিলের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে ইন্সস্ট্যান্ট এ মেসেজিং অ্যাপটির ৮০ কোটি সক্রিয় গ্রাহক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।