ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নারী-শিশু রক্ষায় র‌্যাব-পুলিশকে ডাকবে অ্যাপস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
নারী-শিশু রক্ষায় র‌্যাব-পুলিশকে ডাকবে অ্যাপস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাস্তায় বেরিয়েই কোনো উত্ত্যক্তকারীর কবলে পড়েছেন? কিংবা আশঙ্কা রয়েছে কোনো সহিংস কর্মকাণ্ডের? এখন আর এতে কোনো দুশ্চিন্তা নেই। অ্যাপসই ডেকে আনবে র‌্যাব, পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।


 
নারী ও শিশুর প্রতি সহিংসতা রুখতে এই অ্যাপস তৈরিতে সহায়তা করছে দেশীয় বহুজাতিক সফটওয়্যার কোম্পানি রিভ (REVE) সিস্টেমস।
 
প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যথাযথ কর্তৃপক্ষের সাহায্য পেতে ভুক্তভোগী কোনো নারীকে অ্যাপসটির মাধ্যমে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করতে হবে। এরপর অ্যাপসটি তা কাছাকাছি কোনো কর্তৃপক্ষ বা পুলিশের কাছে পাঠিয়েছে দেবে। এভাবেই বিপদগ্রস্তকে উদ্ধারে উপস্থিত হবে যথাযথ কর্তৃপক্ষ।
 
ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট-২ বা ইনফো সরকার কর্মসূচির আওতায় ‘ম্যানেজমেন্ট ভাইওলেন্স এগেইনিস্ট উইমেন অ্যান্ড চাইল্ড’ নামে নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমেই প্রস্তুত করা হচ্ছে অ্যাপসটি।
 
এদিকে, ইন্টারনেট ছাড়াই ইন্ট্রানেটের (তারবিহীন এক ধরণের যোগাযোগ প্রযুক্তি) মাধ্যমে সরকারি কাজ সম্পাদনে ‘ইন্ট্রানেট কমিউনিকেশন প্লাটফর্ম’ নামে আরেকটি প্রকল্প হাতে নিয়েছে ইনফো সরকার। এ প্রকল্পেও কারিগরি সহায়তা দেবে রিভ সিস্টেমস।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টায় রাজধানীর মধ্য বাড্ডায় রিভ সিস্টেমসের কার্যালয়ে এ দুটি প্রকল্পে সহায়তা প্রদানের চুক্তি স্বাক্ষরিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন রিভ সিস্টেমসের সিইও আজমত ইকবাল ও ইনফো সরকার কর্মসূচির প্রকল্প পরিচালক মো. সাইফুল ইসলাম।
 
সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রকল্প দুটির একটি হচ্ছে সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তরসমূহের ঢাকা কার্যালয়ের সঙ্গে বিভাগীয়, জেলা ও উপজেলা কর্মস্থল পর্যায়ক্রমে যুক্ত করতে ইন্টারনেটবিহীন ইন্ট্রানেট যোগাযোগ ব্যবস্থা স্থাপন। এর ফলে সরকারি দপ্তরের ফাইল ট্রান্সফার, তথ্য-উপাত্ত সংগ্রহসহ তাৎক্ষণি ম্যাসেঞ্জারের মাধ্যমে দ্রুত যোগাযোগ করতে পারবে, যা ই-সার্ভিস ও বিভিন্ন নাগরিক সেবা প্রদান কার্যক্রমকে বেগবান করবে।
 
অপর প্রকল্পে নারী ও শিশুদের প্রতি সহিংসতা রুখতে অনলাইনে অভিযোগ প্রদান সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যমে তা পর্যবেক্ষণ ও তার সার্বিক রিপোর্ট অনলাইনে আপডেটেড রাখতে তৈরি করা হচ্ছে কম্পিউটার অ্যাপ।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনফো সরকারের সহকারী প্রকল্প পরিচালক এম আশরাফ হোসেন, ড. মো. জিয়াউদ্দিন, রিভ সিস্টেমস গ্রুপের সিইও এম রেজাউল হাসান ও সিইও আজমত ইকবালসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
ইইউডি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।