ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফুডপান্ডার ‘হ্যাপি আওয়ার’ ক্যাম্পেইন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
ফুডপান্ডার ‘হ্যাপি আওয়ার’ ক্যাম্পেইন

দেশের অন্যতম অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থা ফুডপান্ডার “হ্যাপি আওয়ার” নামের ক্যাম্পেইনটি আবারও চালু হয়েছে।

সংশ্লিষ্ট সুত্র মতে, বিদেশী রেষ্টুরেন্টগুলো থেকে অনুপ্রাণিত হয়ে হ্যাপি আওয়ার নামটি নিয়েছে ফুডপান্ডা।

বিশ্বের বিভিন্ন দেশের এসব রেস্টুরেন্ট যেখানে দিনের নির্দিষ্ট একটি সময়ের জন্য বিভিন্ন আকর্ষনীয় অফার দিয়ে থাকে।

ফুডপান্ডাও একইভাবে বাংলাদেশের গ্রাহকদেরকে প্রতিদিন তিন ঘন্টার জন্য ফ্রী ডেলিভারি সার্ভিস দেবে যা অন্যান্য লোভনীয় অফার গুলোর মধ্যে সেরা বলে মনে করছেন প্রতিষ্ঠানটি।

গ্রাহকরা ‘হ্যাপি আওয়ার’এ অতিরিক্ত কোন ডেলিভারি ফি ছাড়াই তাদের পছন্দের রেষ্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারবেন।

সার্ভিসটি পেতে কোনো ধরনের ভাউচারের প্রয়োজন নেই। পুরো আগষ্ট মাস জুড়ে অফারটি বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

উল্লেখ্য, ফুডপান্ডা একটি আন্তর্জাতিক অনলাইন ফুড অর্ডারিং মার্কেটপ্লেস যেখানে ক্রেতারা তাদের আশেপাশের এলাকায় অবস্থিত ফাস্টফুড অথবা রেস্টুরেন্টের বিশাল তালিকা থেকে তাদের পছন্দসই খাবার খোঁজা, পছন্দ করা এবং অর্ডার করতে পারেন। বর্তমানে পাঁচটি মহাদেশে ৪০টিরও বেশি দেশে প্রতিষ্ঠানের কার্যক্রম রয়েছে। আর বাংলাদেশে বর্তমানে ঢাকা, চট্রগ্রাম এবং সিলেটে তাদের কার্যক্রম চালাচ্ছে।

ফুডপান্ডার ওয়েবসাইট  www.foodpanda.com.bd|

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।