ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইটি নিরাপত্তা বিষয়ক সেমিনার বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
আইটি নিরাপত্তা বিষয়ক সেমিনার বৃহস্পতিবার ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনলাইনে জালিয়াতি বিষয়ে সচেতনতা, সঠিক প্রযুক্তি ব্যবহারে সাবধানতা প্রভৃতি বিষয়ের আলোচনা ও দিক নির্দেশনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

‘আইটি নিরপত্তা এবং জালিয়াত শনাক্তকরণ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনার আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ভবনে অনুষ্ঠিত হবে।

সিটিও ফোরাম বাংলাদেশ ও বিআইবিএম এ সেমিনারের আয়োজন করেছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর ফার্মগেটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে প্রায় ৭শ’র বেশি অনলাইন শপ রয়েছে। দিনদিন এতে বেচাকেনাও বাড়ছে। গত কয়েক দশক ধরে অর্থ পরিশোধ সেবার মাধ্যম হিসেবে ডিজিটাল পেমেন্ট বিশ্বজুড়ে সমাদৃত হয়ে আসছে। কিন্তু এই সেবা পদ্ধতির উন্নয়নে এর নিরাপত্তার বিষয়টি প্রথমে আসে। এ পরিস্থিতিতে বাংলাদেশ প্রেক্ষাপটে করণীয় কী হতে পারে তা তুলে ধরা হবে সেমিনারে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিআইবিএম’র ডিরেক্টর জেনারেল ড. তৌফিক আহমদ চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া, ভিসা চিফ রিস্ক অফিসার শিবকুমার শ্রীরমন।

সংবাদ সম্মেলনের শুরুতে সেমিনারের মূল বিষয় তুলে ধরেন সিটিও ফোরাম বাংলাদেশ’র সভাপতি তপন কান্তি সরকার।

এসময় উপস্থিত ছিলেন সাইথ ইস্ট ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মাঈনউদ্দিন চৌধুরী, সিটিও ফোরাম বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নওয়াদ ইকবাল, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি হেড অব আইটি ড. ইজাজুল হক, সিটিও ফোরামের ইসি শ্যামা প্রসাদ ব্যাপারি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।