ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অবৈধ ইন্টারনেট সেবাদানকারীর বিরুদ্ধে অভিযান চালাবে বিটিআরসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
অবৈধ ইন্টারনেট সেবাদানকারীর বিরুদ্ধে অভিযান চালাবে বিটিআরসি

ঢাকা: লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দেশব্যাপী অভিযান চালাবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (০২ সেপ্টেম্বর) বিটিআরসির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



সংস্থার সচিব মো. সরওয়ার আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ অনুসারে টেলিযোগাযোগ, ইন্টারনেট সেবা দিতে স্থাপনা নির্মাণ অথবা যন্ত্রপাতি স্থাপন বা পরিচালনা করার জন্য বিটিআরসি থেকে লাইসেন্স নেওয়ার সুস্পষ্ট বিধান রয়েছে।

‘কিন্তু এ বিধানের ব্যত্যয় ঘটিয়ে বিভিন্ন নামে-বেনামে, পাড়া-মহল্লায় লাইসেন্সবিহীন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গড়ে উঠার এবং অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করার অভিযোগ পাওয়া যাচ্ছে। ’

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ (সংশোধনী ২০১০) এর ৩৫(২) এবং ৫৫(৭) নম্বর ধারা অনুযায়ী, লাইসেন্সবিহীন টেলিযোগাযোগ/ইন্টারনেট সেবা দেওয়া আইনত অপরাধ।

এ অপরাধের জন্য অনধিক ৩০০ কোটি টাকা জরিমানা বা ১০ বছরের কারাদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডনীয় হবার বিধান রয়েছে।
 
তাই লাইসেন্সবিহীন বা অবৈধ ইন্টারনেট সেবা স্থাপন ও পরিচালনা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার জন্য বলেছে বিটিআরসি।

একই সঙ্গে মানসম্মত ইন্টারনেট সেবা ও সংযোগ কেবল লাইসেন্সধারী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

বৈধ আইএসপির তালিকা বিটিআরসির ওয়েবসাইটে
(http://www.btrc.gov.bd/operators) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।