ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইল অ্যাপসে রক্ত দেওয়া-নেওয়া!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
মোবাইল অ্যাপসে রক্ত দেওয়া-নেওয়া! ছবি : জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বনানী মাঠ থেকে: আপনজন হাসপাতালে ভর্তি, এই মুহূর্তে জরুরি রক্তের প্রয়োজন?

আশপাশে পাচ্ছেন না কাউকে? হাতের স্মার্টফোনটি নিয়ে অ্যাপসে খোঁজ করুন, পেয়ে যাবেন নিকটবর্তী কোনো ডোনার। এবার হাফ ছেড়ে বাঁচুন!

সহজেই স্বল্প সময়ে রক্তদাতার খোঁজ দিতে পারবে এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশনের নাম ‘ব্লাড হিরো’।

জরুরি রক্তের প্রয়োজনে এ অ্যাপস থেকে পাওয়া যাবে আশপাশে থাকা রক্তদাতার তথ্য।

‘বাংলাদেশ ইন্টারনেট উইক’-এ ক্রিয়েটিভ আইটি লিমিটেড নিয়ে এসেছে এ অনলাইন সেবা।

রাজধানীর বনানী মাঠে শনিবার (০৫ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ আয়োজনে ‘ব্লাড হিরো’ সম্পর্কে জানান ক্রিয়েটিভ আইটির প্রোডাক্ট ম্যানেজার মাহমুদুল হাসান। তিনি বলেন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অ্যাপসটি ডাউনলোড করে সহজেই পাওয়া যাবে রক্তদাতার খবর।

সার্চ দিলে আশপাশের দুই কিলোমিটারের মধ্যে নির্দিষ্ট গ্রুপের রক্ত কার, তা জানা যাবে খুব সহজেই।

পাঁচজনের একটি দল তৈরি করেছেন এই অ্যাপস। দলনেতা পার্থ রাজ দে। আরও ছিলেন আল আমিন, তাইফুল হাসান শুভ, জান্নাতুল ফেরদৌস, হালিমা আক্তার মিতু।

ইন্টারনেট উইকে এসে আল আমিন বাংলানিউজকে বলেন, পরিচিতজনের রক্তে জীবাণু থাকার সম্ভাবনা কম, তাড়াতাড়ি নিরাপদ রক্ত পাওয়ার জন্য এ অ্যাপসের জুড়ি নেই।

অ্যাপসটির সবচেয়ে কার্যকরী দিক হলো, বিপদের সময় নির্দিষ্ট গ্রুপের রক্ত সংগ্রহে বিড়ম্বনা এড়াতে এতে থাকছে রক্তদাতাদের গ্রুপ ও এলাকাভিত্তিক তথ্য। মোবাইল স্ক্রিনে স্বয়ংক্রিয়ভাবে উঠে আসবে আশপাশের রক্তদাতাদের একটি তালিকা।

জিপিআরএস সুবিধার মাধ্যমে ব্যবহারকারী তার প্রয়োজনীয় স্থানের রক্তদাতার সাহায্য পেতে পারেন। সরাসরি ভয়েস অথবা এসএমএসের মাধ্যমে যোগাযোগ করা যাবে রক্তদাতাদের সঙ্গে। সংরক্ষণও করা যাবে পরিচিতজনদের তালিকা।

নিরাপত্তাজনিত কারণে চাইলে রক্তদাতা নিজের মোবাইল নম্বরটি গোপন রাখতে পারবেন।

এসব সুবিধার জন্য প্রথমে অ্যাপসটি ডাউনলোড করতে করে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলেই আপনি হতে পারেন একজন ‘ব্লাড হিরো’।

বাংলাদেশ সময় : ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এমআইএইচ/এএ

** বনানীতে বিয়ের বাজার
** ভার্চুয়াল জগতে রকমারি তথ্য সেবা ইন্টারনেট উইকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।