ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় প্রথম ‘বিপিও সামিট’ শুরু ৯ ডিসেম্বর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
ঢাকায় প্রথম ‘বিপিও সামিট’ শুরু ৯ ডিসেম্বর ছবি: সংগৃহীত

ঢাকায় প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিপিও সামিট ২০১৫’। আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু দুই দিনের এই সামিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।



আসন্ন এই ‘বিপিও সামিট’র আয়োজন উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এর মধ্যে ৭ সেপ্টেম্বর সমঝোতা চুক্তি সাক্ষর হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে চুক্তি সাক্ষরের এই অনুষ্ঠানে বাক্যের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে অতিরিক্ত সচিব হারুনুর রশিদ চুক্তিপত্রে সই করেন।

এসময় আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার অনুষ্ঠাটি বস্তবায়নের জন্য আইসিটি বিভাগের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা এবং সিনিয়র সিস্টেম এনালিস্ট মোঃ নবীর উদ্দীন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বাক্য এর পক্ষ থেকে ছিলেন ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদুর রহমান শরীফ, যুগ্ন মহাসচিব মোহাম্মদ আমিনুল হক, কোষাধ্যক্ষ তানভীর ইব্রাহিম, পরিচালক মাহাবুব ইলাহী চৌধুরী ও মোঃ তানজিরুল বাসার, নির্বাহী সমন্বয়কারী আব্দুর রহমান শাওন, প্রকল্প সহযোগী সেলিম সরকারসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।