ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইডিবি’তে ‘আসুস উইক’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
আইডিবি’তে ‘আসুস উইক’

রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি মার্কেটে বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ‘আসুসে’র পণ্য-সামগ্রী নিয়ে ‘আসুস উইক’ শীর্ষক প্রদর্শনী।

‘আসুস’ বাংলাদেশের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার মো: আল ফুয়াদ উপস্থিত থেকে ৪ দিনের এই প্রদর্শনী উদ্বোধন করেন।

 

প্রদর্শনী উপলক্ষ্যে আসুস প্যাভিলিয়নে ব্র্যান্ডটির সর্বশেষ প্রযুক্তি নির্ভর নোটবুক, ট্যাবলেট পিসি, ডেস্কটপ পিসি, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, অল-ইন-ওয়ান পিসি, রাউটার সহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের সম্ভারে সাজানো হয়েছে।

এছাড়া গ্রাহকদের জন্য বিশেষ অফারে রয়েছে ‘স্ক্র্যাচ অ্যান্ড ম্যাচ’। আসুস নোটবুক কিনলে এই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে মিলতে পারে রেফ্রিজারেটর, টিভি, ট্যাব, মোবাইল, ব্যাগপ্যাক, পেনড্রাইভ ও স্পীকারসহ বিভিন্ন আকর্ষনীয় পুরস্কার।

প্রদর্শনী চলাকালীন আইডিবি মার্কেটে ‘আসুসে’র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:)লিমিটেডের শাখা অফিস এবং তাদের সকল ডিলার প্রতিষ্ঠানে ১২ই সেপ্টেম্বর পর্যন্ত অফারটি গ্রহন করা যাবে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।