ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঠাকুরগাঁওয়ে তথ্য অধিকার দিবসে র‌্যালি-আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
ঠাকুরগাঁওয়ে তথ্য অধিকার দিবসে র‌্যালি-আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে সংবাদকর্মী ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ র‌্যালিতে অংশ নেন।

পরে প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার (এসপি) ফারহাত আহমেদ, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক ও মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায়। সভায় বক্তারা তথ্য অধিকার আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।