ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এসরকের ১০০ সিরিজ মাদারবোর্ড বাজারে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
এসরকের ১০০ সিরিজ মাদারবোর্ড বাজারে

পরবর্তী প্রজন্মের গেমিং এবং কম্পিউটিং-এর জন্য কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ বাজারে এনেছে এসরকের ১০০ সিরিজের তিনটি মাদারবোর্ড। ফ্যাটালিটি জেড ১৭০ গেমিং কে ৬,  জেড ১৭০ এক্সট্রিম ৪ এবং এইচ ১৭০ প্রো ৪ মডেল তিনটিই ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর সমর্থন করে।



মাদারবোর্ডগুলোয় রয়েছে এনভিডিয়া কোয়াডএসএলআই ও এএমডি ক্রস ফায়ার প্রযুক্তি, ৭.১ বা ৮ চ্যানেলের অডিও আউটপুট। বোর্ডগুলো সর্বাধুনিক ডুয়েল চ্যনেল ডিডিআর ৪ ৠাম সাপোর্ট করে।

ব্যবহারকারীরা এর মাধ্যমে একসাথে তিনটি মনিটর যুক্ত করতে পারবে। এতে গ্রাফিক্স আউটপুট অপশন হিসেবে রয়েছে ডিভিআই, এইচডিএমআই, ভিজিএ ও ডিসপ্লে পোর্ট।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।