ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্মার্টফোন আনছে পেপসি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
স্মার্টফোন আনছে পেপসি

ঢাকা: বিশ্বজুড়ে জনপ্রিয় কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান পেপসিকো এবার স্মার্টফোন তৈরি করছে। চীনের বাজারের জন্য স্মার্টফোনটি তৈরি করা হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



পেপসি পি১ নামে হ্যান্ডসেটটির সম্প্রতি একটি ছবিও প্রকাশিত হয়েছে।

৫.৫ ইঞ্চি পর্দার হ্যান্ডসেটটির ৠাম দুই গিগাবাইট, প্রসেসর ১.৭ গিগাহার্জ। অ্যান্ড্রয়েডের ৫.১ ললিপপ ভার্সনে চলবে পেপসি পি১। যার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল।

তবে হ্যান্ডসেটটির ডিজাইন পেপসি নিজেই না-কি অন্য কেউ করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

ছবিতে দেখা যায়, হ্যান্ডসেটটির ডিসপ্লের হোমস্ক্রিনে লাল, সাদা ও নীল রঙে পেপসির লোগো ভেসে রয়েছে। পেছনের দিকে রয়েছে পেপসির লোগো।

হ্যান্ডসেটটির মূল্য ধরা হয়েছে দুইশ’ ৫ ডলার (এক ডলার ৭৮ টাকা)। আগামী ২০ অক্টোবর হ্যান্ডসেটটি ছাড়া হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।