ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শীতার্তদের পাশে এডিসন গ্রুপ

তথ্য-প্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
শীতার্তদের পাশে এডিসন গ্রুপ

ঢাকা: সামাজিক দায়বদ্ধতা থেকে অন্যান্য বছরের মতো এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে এডিসন গ্রুপ এবং সিম্ফনি মোবাইল।

শনিবার (১৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাসোসিয়েশন ফর পুওর অ্যাডভান্সমেন্ট নিডস’র (আপন) মাধ্যমে মুন্সিগঞ্জের শ্রীনগরে ৭৫০টি কম্বল বিতরণ করে এডিসন গ্রুপ এবং সিম্ফনি মোবাইল।



এ সময় এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহিদ, হেড অব মার্কেটিং আশরাফুল হক, মেজর (অব.) আব্দুল মালেক মিয়াজী, সেক্রেটারি জেনারেল মো. আমান উল্ল্যাহ, অ্যাসোসিয়েশন ফর পুওর অ্যাডভান্সমেন্ট নিডস’র (আপন) প্রতিনিধি মো. জানে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বরিশাল, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, গাজীপুর, টাঙ্গাইল, কক্সবাজার, বান্দরবন, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াতে ৯ ‍হাজার ২৫০টি কম্বল শীতার্ত মানুষদের হাতে তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।