ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ওকাপিয়া’র নতুন ব্র্যান্ড শপ বসুন্ধরা সিটিতে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
ওকাপিয়া’র নতুন ব্র্যান্ড শপ বসুন্ধরা সিটিতে

রাজধানীর পান্থপথের  বসুন্ধরা সিটিতে নতুন ব্র্যান্ড শপ উদ্বোধন করেছে ওকাপিয়া মোবাইল।  

শনিবার (০৫ মার্চ) ওকাপিয়া মোবাইলের চেয়ারম্যান সুব্রত দাশের উপস্থিতিতে বসুন্ধরা সিটির লেভেল- ০১, ব্লক- বি-তে ব্র্যান্ড শপটি উদ্বোধন করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওকাপিয়া মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. তোফাজ্জল হোসেন এবং জেনারেল ম্যানেজার কাজি মনজুর আহমেদসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা।  

উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশের বাজারে কার্যক্রম শুরু করে ওকাপিয়া মোবাইল। যাত্রা শুরুর পর থেকেই মানসম্পন্ন এবং অভিনব পণ্য প্রকাশ করার মাধ্যমে ব্র্যান্ডটি পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে।

মোবাইল ফোনের গ্রাহকদের জন্য আগামীতে আরও অনেক নতুন ধরনের হ্যান্ডসেট ও ডিভাইস নিয়ে আসার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

দেশজুড়ে বর্তমানে ব্র্যান্ডটির সাড়ে তিনশ’র বেশি এসআইএস, ৪০টির বেশি ব্র্যান্ড শপ ও ৩৫টির বেশি কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে এবং ছয়শ’র বেশি মানুষ কর্মরত রয়েছে ওকাপিয়াতে।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসজেডএম





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।