ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘বিসিএস ডিজিটাল এক্সপোতে’ গ্লোবাল ব্র্যান্ড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
‘বিসিএস ডিজিটাল  এক্সপোতে’ গ্লোবাল ব্র্যান্ড ছবি: সংগৃহীত

আসুস ও লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ এবং রাপু, ব্রাদার, এলজি, এডাটা, এফোরটেক, পান্ডা, টোটোলিংক, ভিভিটেক ও হান্টকি ব্র্যান্ডের কম্পিউটার এক্সেসোরিজ নিয়ে ময়মনসিংহে চলমান ‘বিসিএস ডিজিটাল এক্সপোতে’ অংশগ্রহন করেছে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের অন্যতম পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড।

পাচঁ দিনব্যাপী এই প্রযুক্তিপণ্য প্রদশর্নীর গোল্ড স্পন্সর হিসেবেও রয়েছে প্রতিষ্ঠানটি।

  ময়মনসিংহের প্রযুক্তিপ্রেমীদের জন্য আয়োজনটি করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি, ময়মনসিংহ জেলা শাখা ।

এদিকে বিশ্বখ্যাত আসুস ও লেনোভোর পক্ষ থেকে মেলায় রয়েছে বিশেষ অফার।   ‘আসুস স্ক্র্যাচ এন্ড উইন’ শীর্ষক  অফারের আওতায় ল্যাপটপ কিনলে ক্রেতারা পাচ্ছেন স্ক্র্যাচ কার্ড। এই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমেই ক্রেতাদের ভাগ্যে মিলছে ল্যাপটপ , জেনফোন, রাউটার , উইন্টার জ্যাকেট এবং টি-শার্ট সহ অরো আকর্ষণীয় সব উপহার।

লেনোভো পণ্যে চলছে ‘নিউ ইয়ার ফেসটিভ্যাল’। অফারটির আওতায় লেনোভো ল্যাপটপ বা অল-ইন-ওয়ান পিসি’র সঙ্গে রয়েছে  স্ক্র্যাচ কার্ড। এই কার্ডের মাধ্যমে ট্যাবলেট পিসি,এলইডি টিভি, স্মার্টফোন, টাচ্ মোবাইল ফোন, পেনড্রাইভ, ব্রাদার প্রিন্টার, পান্ডা ইন্টারনেট সিকিউরিটি, মাউস বা টি-শার্ট পেয়ে যাচ্ছেন ক্রেতারা।

এছাড়াও গেমারদের জন্য মেলায় আসুসের পক্ষ থেকে রয়েছে সাইবার গ্যামিং প্রতিযোগিতা।

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।