ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট ডট ওআরজি’র আওতায় নতুন বাংলা ওয়েবসাইট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ইন্টারনেট ডট ওআরজি’র আওতায় নতুন বাংলা ওয়েবসাইট

ঢাকা: ফেসবুকের ইন্টারনেট ডট ওআরজি (www.internet.org) প্রকল্পের আওতায় ভাষার মাস ফেব্রুয়ারিতে যুক্ত হয়েছে আরেকটি নতুন তথ্যপ্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ tunerpage.com।

এছাড়াও এর মধ্যে রয়েছে সরকারি তথ্য, চাকরির খোঁজখবর, ই-কমার্স, অনলাইন মার্কেটপ্লেস, শিক্ষা সম্পর্কিত তথ্য, নারী স্বাস্থ্য, জরুরি নম্বর, আবহাওয়া বার্তার কয়েকটি ওয়েবসাইট।



ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পে এখন পর্যন্ত বিনা খরচে ৩০টির বেশি ওয়েবসাইট ব্রাউজ করতে পারছেন মোবাইল ফোন অপারেটর রবি ও গ্রামীণফোন’র ইন্টারনেট গ্রাহকরা।

ইন্টারনেটের ব্যবহার বিশ্বে সহজলভ্য করতে ২০১৩ সালের ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে চালু হয় ইন্টারনেট ডট ওআরজি। আমাদের সবাই সবখানে, পরস্পর যুক্ত (এভরিওয়ান অব আস, এভরিহোয়্যার কানেকটেড) এমন শ্লোগানে চালু হওয়া এ উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো বিশ্বের ৫০০ কোটি মানুষকে ইন্টারনেটের আওতায় আনা।

বর্তমানে বিশ্বে ২৭০ কোটি মানুষ ইন্টারনেট সেবা পান। বিনামূল্যে ইন্টারনেট সেবার এ উদ্যোগে ফেসবুকের পাশাপাশি রয়েছে এরিকসন, মিডিয়াটেক, অপেরা, স্যামসাং, নকিয়া ও কোয়ালকম।

বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।