ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপ কাজ করছে না, দ্রুত ঠিক করার আশ্বাস মেটা’র 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
হোয়াটসঅ্যাপ কাজ করছে না, দ্রুত ঠিক করার আশ্বাস মেটা’র 

বিশ্বব্যাপী থমকে গেছে হোয়াটসঅ্যাপ। বাংলাদেশে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১টা থেকে গোলমাল শুরু হয় ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা ‘মেটা’র এই মেসেঞ্জার পরিষেবায়।

 

হোয়াটসঅ্যাপ থমকে যাওয়ায় ব্যক্তিগত ও অফিসিয়াল কাজে সমস্যা দেখা দিয়েছে অনেকের। কারণ কোটি কোটি গ্রাহক ব্যক্তিগত ও অফিসিয়াল কাজে হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যবহার করে থাকে।  

এ ঘটনায় একটি বিবৃতি দিয়ে মেটা জানিয়েছে, তারা বিষয়টি জেনেছে এবং যত দ্রুত সম্ভব পরিষেবা ঠিক করার চেষ্টা করছে।  

ব্যবহারকারীরা জানিয়েছে, হোয়াটস্যাপ গ্রুপে পাঠানো বার্তা ডেলিভার হচ্ছে না। ব্যক্তিগত ভাবে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তা সিঙ্গল টিক থেকে ডবল টিক হচ্ছে না। তবে কেন এমন হচ্ছে- সে ব্যাখ্যা দেয়নি মেটা।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।