ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৬ মাসের মধ্যে মানুষের মস্তিষ্কে চিপ বসাতে চান ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
৬ মাসের মধ্যে মানুষের মস্তিষ্কে চিপ বসাতে চান ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বলেছেন, তার কোম্পানি নিউরালিংকে তৈরি চিপ আগামী ছয় মাসের মধ্যে মানুষের মস্তিষ্কে বসানোর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। বুধবার তিনি এই কথা বলেন।

 

প্রতিষ্ঠানটি বলছে, চিপটি তৈরি চলাফেরায় অক্ষম রোগীদের পুনরায় চলাফেরা ও যোগাযোগে সাহায্য করতে পারবে। এর সঙ্গে মাস্ক যোগ করেছেন, চিপটির লক্ষ্য হবে দৃষ্টিশক্তি ফেরানো।  

গত কয়েক বছর ধরে নিউরালিংক বিভিন্ন প্রাণীর ওপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য এটি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন চাচ্ছে।  

মাস্ক বলেন, মানুষের মধ্যে প্রযুক্তিটি স্থাপনের আগে আমরা সর্বোচ্চ সতর্ক ও নিশ্চিত হতে চাই যে, এটি ঠিকভাবে কাজ করবে।  

মাস্কের নিউরালিংকের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে সিনক্রন নামে আরেকটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গেল জুলাইয়ে দাবি করে, যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো তারা এক রোগীর দেহে তাদের যন্ত্রটি বসাতে সক্ষম হয়েছে। মানবদেহে ট্রায়ালের ক্ষেত্রে এটি ২০২১ সালে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ছাড়পত্র পায়।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।