ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালিতে বন্দুকধারীর গুলিতে তিন নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
ইতালিতে বন্দুকধারীর গুলিতে তিন নারীর মৃত্যু জর্জিয়া মেলোনি নিকোলেটা গোলিসানোর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন

ইতালির রাজধানী রোমে বন্দুকধারীর গুলিতে তিন নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

জানা গেছে, নিহতদের মধ্যে একজন ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী। তার নাম নিকোলেটা গোলিসানো।

স্থানীয় সময় রোববার (১১ ডিসেম্বর) দেশটির রোমের একটি ক্যাফেতে ঘটনা ঘটে।

রোমের মেয়র রবার্তো গুয়ালটিয়েরি ঘটনাটিকে ‘সহিংসতার গুরুতর পর্ব’ হিসেবে বর্ণনা করেছেন।

এ ঘটনায় সন্দেহভাজন (৫৭) একজনকে আটক করা হয়েছে। প্রতিবেদন বলছে, কমিটির কিছু বোর্ডের সঙ্গে তার বিরোধের ইতিহাস রয়েছে।

জানা গেছে, স্থানীয় একটি ক্যাফেতে পরিচিতদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো। এ সময় ৫৭ বছরের এক ব্যক্তি গুলি চালালে নিকোলেটাসহ তিন নারীর মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বিবিসির জানিয়েছে, ওই হামলাকারী ক্যাফেতে প্রবেশ করে দরজা লাগিয়ে চিৎকার করে বলে ‘আমি তোমাদের সবাইকে হত্যা করব’। এরপর গুলিবর্ষণ শুরু করে।

এদিকে বান্ধবীর ছবি দিয়ে জর্জিয়া মেলোনি ফেসবুকে আবেগঘন একটি পোস্টে লিখেছেন। তিনি বলেছেন ‘এভাবে চলে যাওয়াটা ঠিক হলো না। আমি তোমাকে ভালোবাসি। ’

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।