ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় বন্দুকযুদ্ধে নিহত বেড়ে ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
অস্ট্রেলিয়ায় বন্দুকযুদ্ধে নিহত বেড়ে ৬

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে দুইজন পুলিশ সদস্য ও একজন বেসামরিক নাগরিক রয়েছেন।

এ ঘটনায় পুলিশের গুলিতে তিন সন্দেহভাজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এক নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে ওই এলাকায় গিয়েছিল পুলিশ।

ব্রিসবেন থেকে ২৭০ কিলোমিটার পশ্চিমে উইয়াম্বিলায় ঘটনাটি ঘটে। পুলিশের হত্যাকারী দুর্বত্তরা এখনও পলাতক।

এ ঘটনায় শহরের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়িতে থাকার অনুরোধ করেছে কুইন্সল্যান্ড পুলিশ।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ এটিকে অস্ট্রেলিয়ার জন্য একটি ‘হৃদয় বিদারক দিন’ বলে অভিহিত করেছেন।

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল এটিকে ‘অকল্পনীয় ট্র্যাজেডি’ বলে বর্ণনা করেছেন। বলেন, সম্প্রতি সময়ে এটি বড় একটি হত্যাকাণ্ড।

তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নিখোঁজ এক ব্যক্তিকে খুঁজতে চার পুলিশ কর্মকর্তা কুইন্সল্যান্ডের একটি প্রত্যন্ত এলাকায় অভিযানে যান। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, ঘটনার পরপরই অপরাধীরা পালিয়ে যায়। এ ঘটনায় এক বেসামরিক ব্যক্তিও নিহত হন। আমরা চেষ্টা করছি হত্যাকারীদের ধরতে। হয়ত খুব শিগগির আমরা তাদের ধরে ফেলব।

বাংলাদেশ সময়: ১০৫০, ডিসেম্বর ১৩, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।