আফ্রিকার দেশ নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর আড়াইটা বাজে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, দীর্ঘ সামরিক শাসনের অবসানের পর নাইজেরিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা চলছে। এই নির্বাচনে অনেক মানুষ প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
বিবিসি আরও জানিয়েছে, শনিবার ভোট কেন্দ্রে দীর্ঘ লাইন ছিলো। তবে ব্যালট বাক্স ছিনতাই ও সশস্ত্রদের হামলায় কিছু কিছু জায়গায় ভোটগ্রহণ বিঘ্নিত হয়েছিল। কিছু দল অনিয়মের অভিযোগ তুলেছে। তারা বলছে, ভোটের ফলাফল বিতর্কিত হতে পারে।
নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির উত্তরসূরি হতে নির্বাচনে লড়ছেন ১৮ জন প্রার্থী। এদের সবার মধ্যেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- ক্ষমতাসীন অল প্রগ্রেসিভ কংগ্রেসের সাবেক লাগোস গভর্নর ৭০ বছর বয়সী বোলা টিনুবু। প্রধান বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টির সাবেক সহ-সভাপতি ৭৬ বছর বয়সী আতিকু আবুবাকার ও অ্যানামব্রা রাজ্যের সাবেক গভর্নর লেবার পার্টির ৬১ বছর বয়সী পিটার ওবি।
সিনেটর এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর সদস্যদেরকেও এ নির্বাচনে বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এমএইচএস