ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মৃত্যুর আগ মুহূর্তে সিগারেট টানছিলেন ইউক্রেনের এই সৈন্য 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
মৃত্যুর আগ মুহূর্তে সিগারেট টানছিলেন ইউক্রেনের এই সৈন্য 

ইউক্রেনের এক সৈন্যকে দেখা যায়, তিনি পরিখায় বসে সিগারেট টানছেন। তিনি বলছেন, ইউক্রেনের জয় হোক।

ঠিক এর পরপরই তিনি রুশ বাহিনীর স্বয়ংক্রিয় বন্দুকের মাধ্যমে গুলিবিদ্ধ হন। এক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ইউক্রেনের এই সৈন্যকে হত্যাকারী রাশিয়ার সৈন্যদের খুঁজে বের করার প্রতিজ্ঞা করেছে ইউক্রেন। অস্ত্রহীন যুদ্ধবন্দি ইউক্রেনের এই সৈন্যের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর বিবিসি।

সোমবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আমরা খুনিদের খুঁজে বের করব।  

মঙ্গলবার ইউক্রেন ওই সৈন্যের নাম প্রকাশ করেছে। তার নাম তিমোফি শাদুরা। গেল ৩ ফেব্রুয়ারি তিনি নিখোঁজ ছিলেন।  

৩০তম সেপারেট মেকানাইজড ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, ভয়াবহ যুদ্ধের সময় ওই সৈন্যকে সর্বশেষ পশ্চিমের শহর বাখমুতে দেখা যায়।
 
প্রাথমিক তথ্য দিয়ে বিবৃতিতে বলা হয়, এই মুহূর্তে আমাদের কর্মীর মরদেহ সাময়িক দখল করা অঞ্চলে রয়েছে। মরদেহ পাওয়ার পর শনাক্ত সম্পন্ন হবে।  

শাদুরার বোন বিবিসিকে বলেন, রাশিয়ানদের প্রতিরোধ করতে আমার ভাই সক্ষম। সে জীবনে কখনো সত্য গোপন করেনি। শত্রুর সামনে দাঁড়িয়েও সে তা হয়তো করেনি।  

ভিডিও ফুটেজে দেখা যায়, একজন সৈন্যকে (রুশ সৈন্য বলে ধারণা করা হচ্ছে) বলতে শোনা যায়, মরে যা। গুলি ছোড়া সৈন্যকে ভিডিওতে দেখা যায়নি। এ কারণে তাকে শনাক্তও করা যায়নি।  

বিবিসি এটি যাচাই করেনি, ভিডিওটি কোথায় ধারণ করা কিংবা সৈন্যকে কোথা থেকে আটক করা হয়। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে।  

এই ঘটনায় রাশিয়া কোনো মন্তব্য করেনি।  

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।