ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাখমুতের পূর্ব অংশের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ভাগনারের 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
বাখমুতের পূর্ব অংশের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ভাগনারের 

রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ভাগনার দাবি করেছে, তার বাহিনী পুরোপুরিভাবে বাখমুতের পশ্চিম অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। ভাগনারের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন এমন দাবি করেছেন।

খবর আল জাজিরা।  

প্রিগোজিন টেলিগ্রামে তার প্রেস সার্ভিসে বলেন, ব্যক্তিগত সামরিক কোম্পানি ভাগনারের ইউনিটগুলো বাখমুতের পশ্চিম অংশ পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে নিয়েছে।  

তিনি বলেন, বাখমুতকা নদীর পূর্বের সবকিছু ভাগনারের নিয়ন্ত্রণে।

এদিকে ন্যাটো মহাসচিব জেন্স স্টলেনবার্গ সতর্ক করে দিয়ে বলেছেন, তীব্র যুদ্ধের পর সামনে বাখমুত রাশিয়ার হাতে গিয়ে পড়তে পারে।

স্টকহোমে ইউ প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের সাইডলাইনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, এ কথা উড়িয়ে দেওয়া যায় না যে, বাখমুতের পতন হতে পারে।
 
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।