ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরানের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
ইমরানের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি 

তোশাখানা এবং এক নারী বিচারপতিকে হুমকি দেওয়ার মামলায় পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দুটি অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।  

৭০ বছর বয়সী ইমরান গেল বছরে ওয়াজিরাবাদে গুলিবিদ্ধ হওয়ায়  বেশ কয়েক মামলার শুনানিতে তিনি অংশ নিতে পারেননি।


 
অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাফর ইকবাল ও জ্যেষ্ঠ সিভিল জজ রানা মুজাহিদ রহিম গ্রেফতারি পরোয়ানা দুটি জারি করেন। বিচারকরা পুলিশকে নির্দেশ দিয়েছেন, মামলা দুটিতে যথাক্রমে ১৮ ও ২১ মার্চের আগে তাকে আদালতে হাজির করতে।
 
এদিন পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাউয়াদ চৌধুরি বলেছেন, বিচারককে হুমকির মামলা জেলা আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে।  

তিনি বলেন, দল তোশাখানা মামলার বিষয়ে লিখিত আদেশের অপেক্ষা করছে। আদেশ পাওয়ার পর ইসলামাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।