চণ্ডীগড়ের লোকসভার সদস্য কিরণ খের। সম্প্রতি কিষানগড়ে এক বৈঠকে যোগ দিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন তিনি।
স্থানীয় মেয়র অনুপ গুপ্তার সঙ্গে ওই বৈঠকে যোগ দেন কিরণ খের। তার সঙ্গে ছিলেন পৌর কমিশনার অনিন্দিতা মিত্র।
এই সময় নিজের নির্বাচনী এলাকায় তিনি বলেন, যে ভোটাররা তাকে ভোট দেননি, তাদের যেন জুতার বাড়ি মারা হয়।
যারা ভোট দেননি তাদের লজ্জিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন কিরণ খের।
উল্লেখ্য, স্থানীয় ডিপ কমপ্লেক্সে বক্তব্য রাখছিলেন কিরণ। তিনি বলেন, ‘যদি ডিপ কমপ্লেক্সে একজনও আমাকে ভোট না দেন, তাহলে আমার লজ্জা। এই লোকজনকে লাথি মারা উচিত। ’
এদিকে কিরণ খেরের এমন মন্তব্যে সরব কংগ্রেস। দলটি বলেছে, নয় বছরে এই প্রথম কিষানগড়ে এলেন কিরণ খের। এই নয় বছরে কোনো উন্নয়নের কাজ হয়নি। এখন তারা যেকোনো উপায়ে ভোট চায়।
বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এমএইচএস