ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘রাষ্ট্রবিরোধী’ শিশুতোষ বই রাখার দায়ে হংকংয়ে দুই ব্যক্তি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
‘রাষ্ট্রবিরোধী’ শিশুতোষ বই রাখার দায়ে হংকংয়ে দুই ব্যক্তি গ্রেফতার

হংকংয়ে শিশুদের ছবির বই রাখার দায়ে দুই ব্যক্তি গ্রেফতার হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ বলছে, এসব বই রাষ্ট্রবিরোধী।

খবর বিবিসি।  

গেল বছর এই বইয়ের প্রকাশককে জেলে নেওয়া হয়। সেই ঘটনার পর বই রাখার দায়ে এই দুই ব্যক্তিই প্রথম গ্রেফতার হলেন।  

কর্তৃপক্ষ বইগুলোর ব্যাখ্যায় বলেছে, এই বইয়ের ছবিতে দেখা যায়, ভেড়াগুলো পেছন থেকে নেকড়েকে টেনে ধরার চেষ্টা করছে। এর মাধ্যমে হংকংবাসী ও চীনা সরকারের মধ্যকার সম্পর্ক নির্দেশ করা হয়েছে।  

সমালোচকরা বলছেন, এটি হংকংয়ের নাগরিকদের অধিকারের আরও একটি পতন।  

হিউম্যান রাইটস ওয়াচ এই গ্রেফতারকে লজ্জাজনক বলে উল্লেখ করে বলেছে, এই ভূখণ্ড ভিন্নমত দমন করতে ঔপনিবেশিক যুগের রাষ্ট্রদ্রোহ আইন ব্যবহার করে।

হংকংয়ের কয়েকটি গণমাধ্যম প্রতিবেদনে বলছে, পুলিশ ৩৮ ও ৫০ বছর বয়সী দুই ব্যক্তিকে গেল ১৩ মার্চ তাদের অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ইয়াংকুন সিরিজের বইগুলোর বেশ কয়েকটি কপি জব্দ করা হয়েছে।  

অবশ্য গ্রেফতার দুই ব্যক্তি জামিন পেয়েছেন। কর্তৃপক্ষ বলছে, আগামী মাসে তাদের পুলিশের কাছে হাজিরা দিতে হবে।  

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।