২০২৩ সালের প্রথম দুই মাসে চীনে তেল সরবরাহের ক্ষেত্রে সৌদি আরবকে পেছনে ফেলেছে রাশিয়া। চীন সরকারের দেওয়া তথ্য থেকে এই তথ্য জানা গেছে।
সোমবার চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস দেখিয়েছে, জানুয়ারি-ফেব্রুয়ারিতে রাশিয়া থেকে মোট ১৫ দশমিক ৬৮ মিলিয়ন টন তেল চীনে এসেছে। অর্থাৎ প্রতিদিন এসেছে ১ দশমিক ৯৪ মিলিয়ন ব্যারেল।
গেল বছর রাশিয়া ছিল চীনের দ্বিতীয় সর্বোচ্চ তেল সরবরাহকারী দেশ। রাশিয়া গেল বছর চীনে ৮৬ দশমিক ২ মিলিয়ন টন তেল সরবরাহ করেছে।
জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে চীন সৌদি আরব থেকে ১৩ দশমিক ৯২ মিলিয়ন টন ক্রুড অয়েল আমদানি করেছে। অর্থাৎ প্রতিদিন এসেছে ১ দশমিক ৭২ মিলিয়ন ব্যারেল।
২০২২ সালে চীনের সর্বোচ্চ তেল সরবরাহকারী দেশ ছিল সৌদি আরব। সে বছর সৌদি আরব চীনের কাছে ৮৭ দশমিক ৪৯ মিলিয়ন টন তেল বিক্রি করে।
বাংলাদেশ সময় ১৭৩২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
আরএইচ