ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধক্ষেত্র ঘুরে এলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
যুদ্ধক্ষেত্র ঘুরে এলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাখমুতের কাছের এক যুদ্ধক্ষেত্র ঘুরে এলেন, যেখানে তীব্র লড়াই চলছে। বিবিসি এই খবর জানিয়েছে।

 

বিপর্যস্ত এই শহর যুদ্ধের অন্যতম একটি কেন্দ্রে পরিণত হয়েছে। রাশিয়া গত কয়েকমাস ধরে এই শহর দখলে নেওয়ার চেষ্টা করছে।  

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের সৈন্যরা সম্প্রতি শহরের পশ্চিম দিকে একটি পাল্টা হামলা চালিয়েছে।  

জেলেনস্কি এমন সময় এই সফর করলেন, যখন রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের শহরগুলোতে হামলা করছে। দেশটির রাজধানীর কাছাকাছি এক ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন।

এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনের এই নেতা বাখমুতের আশপাশের সৈন্যদের ধন্যবাদ জানান শহর ও দেশ রক্ষার জন্য।

ইউক্রেনের প্রেসিডেন্ট তার সৈন্যদের উদ্দেশে বলেন, দেশের পূর্বে দনবাসে আমি আজ থাকতে পেরে সম্মানিত। আমি এখানে এসেছি আমাদের সৈন্যদের পুরস্কৃত করতে, ধন্যবাদ জানাতে, হাত মেলাতে।  

ধংসের মধ্যে বাখমুতের অবস্থান। সাত মাসেরও বেশি সময় ধরে এই শহর তীব্র লড়াইয়ের সাক্ষী। ক্রেমলিনকে সন্তুষ্ট করতে রাশিয়ার বাহিনী শহরটি দখলে নিতে চাইছে।  

সম্প্রতি জেলেনস্কি বলেন, মস্কো ২০টির বেশি মারণ ড্রোন ছুড়েছে, একইসঙ্গে ক্ষেপণাস্ত্র ও গোলাও ছুড়ছে।  

কিয়েভ অঞ্চলের একটি শহরের আবাসিক এলাকায় দুটি ছাত্রাবাসের উপরতলায় আঘাত হানে একটি ড্রোন। এতে ১১ বছর বয়সী এক শিশুসহ চারজন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।