ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ইসরাইলের বিষয়ে নাক গলাবেন না, দূরে থাকুন: বাইডেনকে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
ইসরাইলের বিষয়ে নাক গলাবেন না, দূরে থাকুন: বাইডেনকে নেতানিয়াহু

ইসরায়েলের কর্মকাণ্ড সম্পর্কে কোনো রকম হস্তক্ষেপ না করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, ইসরাইলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তেল আবিব মোটেই বরদাস্ত করবে না, তা যদি সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রও হয়।

বিতর্কিত বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন উদ্বেগ প্রকাশ করলে নেতানিয়াহু এসব কথা বলেন।

তিনি বলেন, এ বিষয়ে ইসরাইল একাই সিদ্ধান্ত নেবে। বাইরের কোনো চাপের কাছে মাথা নত করবে না।

মঙ্গলবার টুইটার পোস্টে নেতানিয়াহু বলেন, গত ৪০ বছর ধরে জো বাইডেনকে চিনি। ইসরাইলের প্রতি দীর্ঘদিন ধরে বাইডেনের অঙ্গীকার রয়েছে। তবে সরকারের কর্মকাণ্ডের বিষয়ে হস্তক্ষেপ না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানাই।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।