ভারতে ৭০ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া চিতা প্রজাতির চারটি শাবকের জন্ম হলো। ভারতের পরিবেশমন্ত্রী এই তথ্য জানিয়েছেন।
গত কয়েক দশক ধরে প্রজাতিটি ফিরিয়ে আনতে চাইছে দেশটি। গত বছর নামিবিয়া থেকে আটটি চিতা ভারতে আনা হয়। গেল মাসে আরও ১২টি চিতা আনা হয় দক্ষিণ আফ্রিকা থেকে।
চারটি শাবকের জন্ম হয় কুনো ন্যাশনাল পার্কের অভয়ারণ্যে একটি স্ত্রী চিতার ঘরে। এটি গেল সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আনা হয়।
টুইটারে এই খবর জানিয়ে পরিবেশমন্ত্রী ভূপেন্দর যাদব লেখেন, তিনি আনন্দিত। প্রজেক্ট চিতার পুরো টিমকে অভিনন্দন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই খবরকে স্বাগত জানিয়েছেন।
পাঁচ দিন আগে শাবকগুলোর জন্ম হয় বলে ধারণা করা হচ্ছে। বুধবার এদের শনাক্ত করা হয় বলে জানিয়েছে ট্রাস্ট অব ইন্ডিয়া।
চিতা বিশ্বের সবচেয়ে দ্রুতগামী স্থল প্রাণী। শিকার ধরার জন্য এরা ঘণ্টায় ৭০ মাইল পর্যন্ত গতিতে দৌড়াতে পারে।
১৯৫২ সালে এটি ভারত থেকে বিলুপ্ত হয়। বিশ্বের সাত হাজার চিতার বেশির ভাগই আফ্রিকা বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও বতসোয়ানায় পাওয়া যায়।
এশিয়াটিক চিতা এখন শুধুমাত্র ইরানেই পাওয়া যায়। সেখানে ৫০টির মতো রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ২৯ মার্চ ২০২৩
আরএইচ