ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অরুণাচলের ১১ স্থানের নাম দিল চীন, ক্ষুব্ধ ভারত 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
অরুণাচলের ১১ স্থানের নাম দিল চীন, ক্ষুব্ধ ভারত 

চীন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি স্থানের নামকরণ করেছে। এ নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত।

দেশটি চীনের এই পদক্ষেপকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। খবর বিবিসি।  

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি মঙ্গলবার বলেন, এই রাজ্য ভারতের অখণ্ড ও অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়েছে এবং থাকবে।  

এর আগে চীন বিতর্কিত হিমালয়ান সীমান্তের এই প্রদেশের ১১টি স্থানের নাম দেয়। এরপররই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এই মন্তব্য এলো।  

তবে বেইজিং এখনও কোনো মন্তব্য করেনি।  

চীন ও ভারতের মধ্যে ৩ হাজার ৪৪০ কিলোমিটারের ডি-ফ্যাক্টো সীমান্ত রয়েছে যা প্রকৃত নিয়ন্ত্রণরেখা নামে পরিচিত।  

চীন পুরো অরুণাচল প্রদেশের দাবি অব্যাহত রেখেছে। দেশটি এই প্রদেশকে দক্ষিণ তিব্বত নামে ডাকে।  
 
দুই দেশের সেনাবাহিনী কয়েকবার মুখোমুখি হয়েছে। গেল বছরের ডিসেম্বরে ভারত ও চীনের সৈন্যরা তাওয়াং সীমান্তে সংঘাতে জড়ায়।  

চীনের অরুণাচলের নতুন নাম দেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও চীন এমনটি করেছে। বিষয়টিতে ক্ষুব্ধ ভারত।

চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় গেল ১ এপ্রিল ঘোষণা দেয়, তারা দক্ষিণ তিব্বতের কয়েকটি ভৌগলিক নাম প্রমিতকরণ করেছে। এর পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।